মৃত্যুর কারণ অনেক-কিন্তু জন্মগ্রহণ-একমাত্র বাবা – মা
You know every story, every wound, every memory. …
“Losing a mother doesn’t happen in a moment. It takes years to appreciate the impact of what’s gone.” — Lisa-Jo Baker


THE SYED’S Story
সৈয়দ আশরাফউদ্দিন আহমাদ
শ্রদ্ধেয় প্রয়াত সৈয়দ আশরাফউদ্দিন আহমাদ ১৯২১ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সদর, কোতয়ালী থানার অন্তর্গত লালবাগ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে (সৈয়দ বাড়ি) জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ আব্দুল গনি একজন ধার্মিক, সমাজসেবক ও দানবীর হিসেবে সমাজে খ্যাত ছিলেন। মাতা বেগম এয়াকুতুন্নেসা ছিলেন ধার্মিক ও সুগৃহিণী। তাঁর পূর্ব পুরুষ সৈয়দ আকবর শাহ্ মক্কা থেকে ইসলাম ধর্ম প্রচারে ত্রিপুরা রাজ্যের অন্তর্গত চাকলা রওশনাবাদ এলাকায় বসতি স্থাপন করেন। যা বর্তমানে কুমিল্লা সদর কোতয়ালি থানার (বর্তমানে কুমিল্লা সদর দক্ষিণ থানা) লালবাগ গ্রাম নামে পরিচিত।
তিনি ১৯৪১ সালে বিএ পাশ করেন এবং ওই বছরেই সরকারি চাকুরিতে যোগদান করেন। ওই সালেই তিনি চাঁদপুর জেলার মৈশাদি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মরহুম সালামত উল্লাহ পাটওয়ারীর জ্যেষ্ঠ কন্যা দানবীর, সমাজসেবিকা ও ধার্মিক মরহুমা বেগম রওশন আক্তার এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি সাত পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
ছাত্রজীবন থেকেই তিনি খেলাধুলা, সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন। যার ধারাবাহিকতায় তিনি ১৯৭৩ সালে তার নিজ গ্রামের মানুষের কষ্ট লাঘবে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা বেগম রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় হিসেবে অত্যন্ত সুনামের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি তাঁর গ্রামে একটি মাদ্রাসা ও এতিমখানাও প্রতিষ্ঠা করেন যা ‘লালবাগ দারুসসুন্নাত মাদ্রাসা ও এতিমখানা’ নামে বিদ্যমান।
